ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে জমি বিরোধের জেরে দম্পতিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
শিবচরে জমি বিরোধের জেরে দম্পতিকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে জমি বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসনে এ হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ভদ্রাসনের দোলাই খাঁ’র ছেলে কাঠমিস্ত্রি দুলাল খাঁ (৪২) ও তার স্ত্রী আসমা বেগম (৩৬)। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে।

জানা গেছে, শিবচরের ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খাঁ’র সঙ্গে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। শনিবার সকালে রাসেল তার লোকজন নিয়ে দুলাল খাঁ’র পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ।  

এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। তাদের বাধা দিলে দুলালের স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলায় দুলাল খাঁ’র ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।