ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ৪০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
কমলাপুরে ৪০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কমলাপুরে ৪০ কেজি গাঁজাসহ মো. হানিফ মিয়া (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে অভিযান চালিয়ে মাদকসহ ওই কারবারিকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে পাকা রাস্তার ওপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিমটি দুপুরে ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তিকে একটি পিকআপ ভ্যানসহ অবস্থান করতে দেখতে পায়।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তবে হানিফ নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হানিফের দেখানো মতে পিকআপ ভ্যানটির পেছনে ২০ বস্তা ধানের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৪০ কেজি এবং আনুমানিক মূল্য আট লাখ টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং মাদক লুকানোর কাজে ব্যবহৃত ২৪ বস্তা (২০ মণ) ধানও জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত হানিফ ও পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হানিফ জানিয়েছে, তারা জব্দকৃত গাঁজা গাড়িযোগে পরিবহন করে বেচাকেনার জন্য ওই স্থানে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।