ঢাকা: মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালটির বাগান গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু আহমেদ জানান, বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এজেডএস/জেএইচ