ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের বিষয়টি আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি নিশ্চিত করেছেন।
জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোন এর কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আরএ