ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোস্টগার্ড এসব জাহাজ উন্মুক্ত করে।

এর মধ্যে ঢাকা জোনের অধীনস্থ চাঁদপুর লঞ্চঘাটে ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’ ও মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ‘বিসিজিএস শেটগাং’ উন্মুক্ত করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্ত ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ চট্টগ্রামের পতেঙ্গায় ও বিসিজি বেইস চট্টগ্রামে ‘বিসিজিএস রূপসী বাংলা’ উন্মুক্ত করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান' মোংলায় ও ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ খুলনায় উন্মুক্ত করা হয়। এছাড়া কোস্টগার্ড দক্ষিণ জোনের ‘বিসিজিএস সোনার বাংলা’ ভোলার ইলিশা ঘাটে উন্মুক্ত করা হয়।

প্রায় আড়াই ঘণ্টা উন্মুক্ত থাকা এসব জাহাজ দেখতে সাধারণ মানুষের আগমন ঘটে। কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন সাধারণ জনতা।

এ সময় জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কোস্টগার্ডের কর্মকর্তারা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে দর্শনার্থীরা উচ্ছ্বসিত হন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।