ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

তারা পেশায় মোবাইল ফোন ব্যবসায়ী।

ওই দুজনের বন্ধু রাকিব জানান, তাদের মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে তিনশ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা পূর্বাচল ৩ সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজে এসে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআরপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।