ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রী কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
নড়াইলে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রী কর্মশালা  কর্মশালায় অতিথিরা

নড়াইল: নড়াইলে বসুন্ধরা সিমেন্টের আয়োজনে ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আশ্রম রোডে বেস্ট কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলার ৪০ জন রাজমিস্ত্রী ও স্থানীয় নির্মাণ সংশ্লিষ্টরা সেমিনারে অংশগ্রহণ করেন।

রূপগঞ্জ বাজারের নিউ রাবেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের (সিমেন্ট সেক্টর) ডিজিএম (সাউথ বেঙ্গল) মো. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম সাফায়েত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোরসালিন, দূর্গাপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রহলদ কুণ্ডু, শরিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আলী প্রমুখ।

সেমিনারের ২য় পর্যায়ে টেকনিক্যাল সেশনে মাল্টিমিডিয়া প্রজেক্টরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের নানা গুণাগুণ তুলে ধরে রাজমিস্ত্রিদের সিমেন্টের কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মো. কাওসার হোসেন, প্রকৌশলী পল্লব কুমার বিশ্বাস ও প্রকৌশলী তাপস কুমার মণ্ডল।

কর্মশালার মাধ্যমে রাজমিস্ত্রীদের জানানো হয়, বসুন্ধরা সিমেন্ট তার স্বতন্ত্র মানের কারণে বর্তমানে নির্মাণ কাজে সবার আস্থা অর্জন করেছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপনগর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই সিমেন্ট ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।