ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সেনা প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত কমিশনের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
সেনা প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত কমিশনের সাক্ষাৎ কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা।  

আইএসপিআর জানায়, সোমবার (১৩ জানুয়ারি) এ সাক্ষাতে তারা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

 

বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীর প্রতীক (অব.), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি (অব.), ডিআইজি ড. এম. আকবর আলী, বিপিএম, পিপিএম (অব.), সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।