ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল আলী (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেন শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়াড সদস্য কাসেদ আলী।

তবে বিজিবি বলেছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আহত হাবিল শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত মো. বেলাল হোসেনের ছেলে।

আহত হাবিলের ভাই জামাল বলেন, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তিনি দাবি করেন তার ভাইয়ের নামে আগে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নাই।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বিজিবির নির্দেশনায় বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও কেন তিনি ওখানে গেলেন।

অপরদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া দাবি করেন রাতে চোরাচালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিল। এ সময় বিএসএফ ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে। ওই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।