ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর সোনাগাজীতে ৩ যুবদলকর্মীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
ফেনীর সোনাগাজীতে ৩ যুবদলকর্মীকে কুপিয়ে জখম

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় কৃষক দলের সভা শেষে বাড়ি ফেরার পথে তিন যুবদলকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।  

শনিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন চরদরবেশ ইউনিয়নের মাদরাসা পাড়া এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে যুবদল কর্মী জামাল উদ্দিন খোকন (৩৪), মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩), মো. রুবেল (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। হামলায় তিনজন যুবদল কর্মী আহত হন। এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত যুবদল কর্মী জামালা উদ্দিন খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আহত যুবদল কর্মী মোহাম্মদ আবদুল্লাহ টিটু বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে একদল অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে উঠার আগে তারা এলোপাতাড়ি কুপিয়ে আমাদের জখম করে। হামলাকারীদের মধ্যে, ভোলা ওরফে ভোলন ও ইসরাফিলকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারিনি।  

আহত আরেক যুবদলকর্মী জামাল উদ্দিন বলেন, মাদক কারবার ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ভোলন ও ইসরাফিল ডাকাতসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা করেছে।  

এ ব্যাপারে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। যতদূর জেনেছি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। এটি কোনো রাজনৈতিক হামলা নয়।  

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, আহতরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন বলেন, আহতদের একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।  

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বাংলানিউজকে বলেন, পুরাতন সওদাগর হাট এলাকায় হামলায় দুইজন যুবদলকর্মী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।