ঢাকা: দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
‘ডেভিল হান্ট’ প্রসঙ্গে নাসিমুল গনি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে। এটা একটা পুলিশ অ্যাকশন।
সিনিয়র সচিব বলেন, ছয় মাস আগে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেসময় আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মানসিক দুর্বলতা হয়েছে এবং বেশ কিছু সমস্যা হয়েছে৷ অনেক থানা পোড়ানে হয়েছিল। এসব কারণেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেক পরিকল্পনা নেই৷ এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি৷ তার একটা ‘অপারেশন ডেভিল হান্ট’।
তিনি বলেন, এই অপারেশনে যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। সেটার জন্য সব বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে। একইসঙ্গে তাদের কাজ চলমান।
সিনিয়র সচিব বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা সেভাবে হাঁটতে পারবো না। আইনের স্পিরিটে কাজটা করতে হবে। সেজন্য আইন প্রয়োগের সঙ্গে যারা জড়িত, সব স্টেকহোল্ডারকে একত্রিত হয়ে কীভাবে আইনটাকে প্রয়োগ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়, সেখানে পরাজিত শক্তিকে রাখে না। আমরা সেটা করিনি, এতটা অমানবিক হইনি। প্রতিটা অপারেশনের একটা নাম থাকে। সেখানে পুলিশের যে ক্ষমতা তাদেরও (অপারেশন) সেটা।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
জিসিজি/এসএএইচ