ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দরজা ভেঙে মিলল যুবকের মরদেহ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
দরজা ভেঙে মিলল যুবকের মরদেহ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

খুলনা: খুলনায় সোহেল রানা (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের হাত-পা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগরীর বুড়ো মৌলভীর দরগা রোডস্থ আশরাফুল আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল রানা ওই এলাকার আশরাফ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে ছিলেন রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হয়ে আসেন। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করে তাকে না পেয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা তার রুমের দরজা ভেঙে ফেলে এবং সোহেল রানাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার দুই হাত, দুই পা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। সোহেল রানা দীর্ঘদিন সাউথ কোরিয়ায় ছিলেন। সেখানকার অর্জিত টাকা বড়ভাই খোকনের কাছে পাঠিয়েছিলেন তিনি। এ নিয়ে তাদের দু’ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

খোকন তার ভাইকে টাকা-পয়সা, সম্পত্তি সন্তোষজনক ভাবে বুঝিয়ে দিতে না পারার জেরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সোহেলের স্বজনদের ধারণা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বলেন, সোহেল রানার মরদেহের সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১০,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।