ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী মঙ্গলবার শেখ বেলাল উদ্দিন

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)।

এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আগামী মঙ্গলবার সকাল ৯টায় নগরীর রায়েরমহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ইউনিয়নের সব সদস্য ও কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।

আপরদিকে খুলনা প্রেসক্লাব আগামী মঙ্গলবার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকাল ১০টা ৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রেসক্লাবের সব স্থায়ী-অস্থায়ী সদস্য ও কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে বোমা হামলায় গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন। সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।