ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চিরদিনের জন্য আসিনি, নির্বাচন হলে চলে যাব: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
চিরদিনের জন্য আসিনি, নির্বাচন হলে চলে যাব: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টা

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা চিরদিনের জন্য ক্ষমতায় থাকতে আসিনি। নির্বাচন হবে, আমরা চলে যাবো।

নির্বাচন যত তাড়াতাড়ি হবে, ততোই আমাদের জন্য মঙ্গল।  

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি দীর্ঘ সময় ধরেই বেসিক কাজ করেছি, ডিপ্লোম্যাসি করেছি। এ দেশের সরকার অনেক উদার; পাহাড়ের একজন মানুষকে ডিপ্লোম্যাট বানিয়েছেন। এ দেশের মানুষ বৈচিত্র্য বিশ্বাস করে বলেই এটি সম্ভব হয়েছে।  বাঙালিদের পাশাপাশি যারা পাহাড়ি আছি, তারাই দিয়েছি এই বৈচিত্র্য। সুতরাং এই বৈচিত্র্য ধরে রাখতে হবে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।