ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে আ. লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৭৭ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
সিলেটে আ. লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৭৭ জনের নামে মামলা

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেটে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে সিলেট নগরের কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী-এমপি ও মেয়রসহ ৪৭৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মামলার বাদী সিলেট জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক ও মোগলাবাজার থানার মির্জাপুর গ্রামের মো. নামর আলীর ছেলে সাজিব আহমদ।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট-৫ আসনের সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব এহতেশামুল হক চৌধুরী দুলাল, গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. রফিক আহমদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সুভাস দাস, ইফজাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও জেলা ছাত্রলীগ সভাপতির সহযোগী সাইফুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট বিকেল ৪টার দিকে সিলেট নগরের চৌহাট্টায় সিলেট সরকারি মহিলা কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা দাবি ও  ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে আন্দোলন চলছিল।  

কর্মসূচিতে বাদী সাজিব আহমদও অংশ নেন। এ সময় আসামিরা নগরের রিকাবীবাজার থেকে মিছিল সহকারে এসে চৌহাট্টায় অবস্থানরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। আসামিদের গুলিতে বাদী আহত হন। এ নিয়ে বাদী আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক মামলটি রেকর্ড করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।