ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সবাই দাওয়াতে, আগুন লেগে ১৭ বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
সবাই দাওয়াতে, আগুন লেগে ১৭ বাড়ি পুড়ে ছাই

শরীয়তপুর: শরীয়তপুরের সদর উপজেলার ডোমসারে আগুন লেগে ১৭টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এসব বাড়ির বাসিন্দারা বাঁচাতে পারেননি শীতের গরম কাপড়টুকুও।

আসবাবপত্রসহ সব পুড়ে গেছে, এমনকি বাচ্চাদের পড়ার বইও পুড়ে ছাই হয়ে গেছে।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব বাড়ির বাসিন্দারা সবাই দাওয়াত খেতে গেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।  

পার্শ্ববর্তী লোকজনের ডাক-চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১০টি বসতঘরসহ ৭টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বাড়িতে কেউ না থাকায় কোনো কিছুই রক্ষা করা যায়নি। আসবাবপত্র, চাল,ডাল, শিক্ষার্থীদের পড়ার বইসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আসতে আসতে সব ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী রাজ্জাক বেপারী বলেন, আমার ঘরে আমার ব্যবসার সিলভারের জিনিসপত্র ছিল ৯০ হাজার টাকার এবং নগদ দেড় লক্ষ টাকা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।  

আরেক ভুক্তভোগী সুজন বেপারী বলেন, আমি কিস্তিতে দুই লাখ টাকা আনছিলাম। একটা টাকাও নাই, সব পুড়ে গেছে। আমার বউয়ের গয়নাসহ বাচ্চাদের পড়ার বই সব পুড়ে গেছে।

স্থানীয় স্কুলমাস্টার আক্কাস আলী বলেন, এই দশটা পরিবারের মাথা গোঁজার জায়গাটুকুও নাই এখন। বাচ্চাদের পড়ার বই, ব্যাগসহ সব পুড়ে গেছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে তাদের আপাতত থাকার মতো জায়গাটুকু হবে।

স্থানীয় আকলিমা বলেন, ওই বাড়িগুলোর সকলেই দাওয়াতে গিয়েছিল। আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের সংসারের সব পুড়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী বলেন, আমরা খবর পেয়েছি, ঘটনাস্থলের দিকে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল দেওয়া হবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।