ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

রাঙামাটি: রাঙামাটিতে কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।



পুলিশ ও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, জেলা শহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি নগরের বাসিন্দা পেশায় ফার্নিচার মিস্ত্রি আবু সুফিয়ান তার মাকে নিয়ে গত দুই মাস আগে শহরের ভেদভেদী এলাকার ওই ভিকটিমের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কিশোরীর পরিবার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক কৌশলে কিশোরীর মোবাইল নাম্বার সংগ্রহ করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে ডেকে নিয়ে শহরের আবাসিক হোটেল ড্রিমল্যান্ডের ১১৭ নাম্বার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত আবু সুফিয়ান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে হাসপাতালে পাঠায়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় কোতোয়ালি থানা পুলিশ সদর হাসপাতাল থেকে আবু সুফিয়ানকে আটক করে।

চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের স্বজনরা জানান, মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার রাত ১২টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে  রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।