ঢাকা: দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমেদ আকবর সোবহানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা সিটির মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির বেজমেন্টে ওয়ান মোবাইল মার্কেটে এ আয়োজন করা হয়।
বসুন্ধরা সিটি শপিংমলের মোবাইল মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশাল একটি কেক কেটে আহমেদ আকবর সোবহানের জন্মদিন উদযাপন করা হয়। এরপর আহমেদ আকবর সোবহানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম এবং বসুন্ধরা সিটির মোবাইল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিনে আমরা মোবাইল মার্কেট কর্তৃক দোয়া মাহফিল, মিলাদ এবং কেক কাটার আয়োজন করেছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের ব্যবসা করার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাঁর মতো সাহসী উদ্যোক্তাকে আমরা ব্যবসায়ীরা আমাদের আইডল মনে করি। তাই আহমেদ আকবর সোবহান এবং তাঁর পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে তাঁর জন্মদিনে আমরা দোয়ার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আমরা ওনার জন্মদিন উপলক্ষে ব্যবসায়ীরা এবং সারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। আমরাও ওনার জন্য দোয়া করছি। তিনি যেন আরও অনেক দিন বেঁচে থাকেন। বসুন্ধরা সিটির মতো আরও অনেক প্রতিষ্ঠান যেন তিনি তৈরি করেন। আমরাও যেন তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে সুরক্ষিত থেকে ব্যবসা করতে পারি।
বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন, সারা দেশের যে কেউ যদি ভালো মানের আইফোন বা স্যামসাং মোবাইল কিনতে চায়, তাদের প্রথম পছন্দ থাকে বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট। কারণ কাস্টমারের আস্থা বসুন্ধরার প্রতি সবচেয়ে বেশি। সেই কারণে আমরা মোবাইল ব্যাবসায়ীরা এখানে ব্যবসা করে ভালো আছি।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আরকেআর/এমজেএফ