ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনা থেকে অপহৃত দুই শিশু কুষ্টিয়ায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
খুলনা থেকে অপহৃত দুই শিশু কুষ্টিয়ায় উদ্ধার

কুষ্টিয়াঃ খুলনা থেকে অপহৃত দুই মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। এসময় অপহরণকারীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো-খুলনার সোনাডাঙ্গা থানার আলফারুক মোড় এলাকার নিজামুদ্দিনের ছেলে নিয়াজ উদ্দিন শান্ত এবং খুলনার রূপসা থানার ওহিদুজ্জামানের ছেলে আবুবক্কর আমান। তারা দুজনেই মাদ্রাসা শিক্ষার্থী।

এ সময় পুলিশ তুহিন (১৭) নামের অপহরণকারীকে আটক করেছে। তুহিন পাবনা সদর থানার দোগাছিচর এলাকার মুকুল হোসেনের ছেলে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা ষ্টেশনে এসে পৌঁছালে ট্রেন থেকে তিনজনই প্লাটফ্রমে নামে স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুনি শিশু দুটিকে খুলনা থেকে ট্রেনে নিয়ে এসেছে বলে জানা গেছে। শিশু আবুবক্কর তার বাবার মোবাইল নম্বর বলতে পারায় তার বাবাকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবুবক্কর এর বাবা থানায় আসার কথা বলেছেন। বর্তমানে তিনজনই ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিয়াজ উদ্দিন শান্তের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত দুই শিশু খুলনার দারুল নাযাত মডেল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। মোবাইল ফোনে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।