ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আদনান খান সাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খিলগাঁও থানার একটি মামলায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আদনান খান সাদকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম প্রদান করার অপরাধে গ্রেপ্তার আসামি সাদসহ আরও ১৬৩ জনকে আসামি আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমএমআই/এসএএইচ