ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে নির্দেশ শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারে আগুন লাগে

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন ও রেস্টুরেন্টের যথাযথ অগ্নিনিরাপত্তা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা নিতে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ছিল কি না, তা খতিয়ে দেখতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রশাসক।

এ ছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসির আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, এ বিষয়ে আগামীকাল থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।