গাইবান্ধা: চলমান অপারেশন ডেভিল হান্টে গাইবান্ধায় গাঁজা, জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৬ জনকে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। প্রথমে ৮ জনকে আটক করা হলেও দুজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১০টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটরা হলেন—কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপটি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন, কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপু।
তাদের মধ্যে গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এতে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করাসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, ৮ জনকে আটক করা হলেও দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমজেএফ