ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোবাইলফোন চার্জার থেকে হাসপাতালের কোয়ার্টারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০০, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
মোবাইলফোন চার্জার থেকে হাসপাতালের কোয়ার্টারে আগুন

শরীয়তপুর: শরীয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়ার্টারের একটি কক্ষে মোবাইল ফোন চার্জার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে ও হাসপাতাল সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের যমুনা নার্সিং কোয়াটারের দ্বিতীয় তলায় একটি কক্ষে বৈদ্যুতিক  মোবাইলফোনের চার্জার থেকে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা কক্ষে থাকেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তারের পরিবার। আগুন লাগলে তার কক্ষে থাকা এসি, খাট, লেপ-তোশক ও আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, মোবাইল ফোনের চার্জার থেকে আগুনের সূত্রপাত। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। এ সময় এই কক্ষে থাকা ২ লাখ টাকার সরঞ্জামের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।