ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই বন্ধ প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী (২১) ও একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে নয়ন (২১) নামে দুইজনের মৃত্যু হয়েছে।  

তারা দুজন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তারা।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সূর্যনগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। পথে পূর্ব সন্যাসীরচর এলাকায় এলে বালুবাহী একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক লিমনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন নয়ন। এ অবস্থায় নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে আগের এর চালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।