ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি মালিকপক্ষ। তাদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন তারা। তবে রোববার সকালে তারা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তারা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।  

কারখানার শ্রমিক শহিদুল বাংলানিউজকে বলেন, গত মাসের বেতন পাবো আমরা। গত মাসের বেতন এ মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধে টালবাহানা করছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানায় আজ ঢুকতে দেওয়া হয়নি। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একইসঙ্গে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই। কারণ বাসা-ভাড়া ও দোকানের বাকি টাকার জন্য বাসার মালিক ও দোকান মালিক তাদের চাপ দিচ্ছেন।  

এ ব্যাপারে কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা অতীতে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে না। ফলে বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।  

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।