ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

স্বৈরাচার বিদায় করেও দাবি আদায়ে সমাবেশ করতে হচ্ছে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
স্বৈরাচার বিদায় করেও দাবি আদায়ে সমাবেশ করতে হচ্ছে: মঈন খান মঈন খান

টাঙ্গাইল: বিএন‌পি‌র জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, স্বৈরাচার বিদায় ক‌রেও জেলায় জেলায় সমাবেশ কর‌তে হ‌চ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জাতীয় নির্বাচ‌নের জন‌্য। বাংলার জনগণ ভোট দি‌তে চায়, সংস্কারের গবেষণা নি‌য়ে ছয় মাস, ছয় বছর সময় চায় না জনগণ।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ‌্যা‌নে জেলা বিএন‌পি আয়ো‌জিত সমা‌বে‌শে একথা ব‌লেন বিএন‌পির জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান।  

তি‌নি আরও ব‌লেন, বিএন‌পি বছ‌রের পর বছর ধ‌রে আন্দোলন ক‌রে‌ছে জুলুম নির্যাতন সহ‌্য ক‌রে‌ছে। সারা‌দে‌শের ৫০ লাখ নেতাকর্মীর বিরু‌দ্ধে গা‌য়েবি মামলা করা হ‌য়ে‌ছিল।  

বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির ভাইস চেয়ারম‌্যান অ্যাডভোকেট আহমেদ আযম ব‌লে‌ছেন, সংস্কার চাই, সংস্কারের জন‌্য ৩১ দফা ঘোষণা ক‌রে‌ছে বিএনপি। বিএন‌পি সংস্কারবি‌রোধী নয়। সংস্কার কর‌তে হ‌লে নির্বাচিত সরকার দরকার। কেউ কেউ ব‌লে আগে স্থান‌ীয় সরকার নির্বাচন। জনগণ স্থানীয় সরকার নির্বাচ‌নের জন‌্য আন্দোলন ক‌রে‌নি। স্থানীয় নির্বাচন হ‌লে ফ‌্যা‌সিবা‌দের দোসরা স্বতন্ত্র প্রার্থী হ‌য়ে নির্বা‌চিত হ‌য়ে আবার জায়গা তৈ‌রি কর‌বে।  

তি‌নি আরও ব‌লেন, জাতীয় নির্বাচন এবং নির্বা‌চিত সরকার ছাড়া দ্রব‌্যমূ‌ল্যের নিয়ন্ত্রণ করা যায় না। জনগ‌ণের দাবি অবাধ ও নির‌পেক্ষ নির্বাচন করা।  

সমা‌বে‌শে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ব‌লেন, বিএনপি ক্ষমতায় আস‌বে, এজন‌্য ষড়যন্ত্র হয়। অনেক উপ‌দেষ্টা উল্টা পাল্টা কথা ব‌লে, আওয়ামী লী‌গের মতো কথা ব‌লে নির্বাচন নি‌য়ে। জনগ‌ণের দাবি সংসদ নির্বাচনের। জা‌তিসং‌ঘের রিপোর্ট জাতীয় পাঠ‌্য বইয়ে প্রকাশ কর‌তে হ‌বে। অনে‌কেই ফ‌্যা‌সিবাদ‌কে ত‌লে ত‌লে সমর্থন দি‌চ্ছে। খু‌নের দোসররা এখনও ঘুরা‌ফেরা ক‌রে। কোনো ফ‌্যা‌সিবা‌দের দোসর‌দের আশ্রয় প্রশ্রয় দেব না। দোসর‌দের বিচার, হা‌সিনার বিচার বাংলার মা‌টি‌তে হ‌তে হ‌বে।  

জেলা বিএন‌পির সভাপ‌তি হাসানুজ্জামিল শাহীনের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান বক্তা ছি‌লেন, বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির ভাইস চেয়ারম‌্যান অ্যাডভোকেট আহমেদ আযম।  

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সাংগঠ‌নিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ টিটো, সহ সাংস্কৃ‌তিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয় নির্বাহী সদস‌্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।