কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩২ লাখ টাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও কোকেন।
বিজিবি জানায়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদক জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯ হাজার ৩৬৮ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১১ হাজার বোতল ফেনসিডিল, ১০২৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৮ কেজি ৬৫৭ গ্রাম হেরোইন, ৭ হাজার ২৪৭ পিস ইয়াবা, ২২ কেজি ৪৭৩ গ্রাম কোকেন, ১ হাজার ৩৫০ পিস ভায়াগ্রা, ১ লাখ ৮৬ হাজার ৭৪৭ সিলডিনাফিল ট্যাবলেট, ৯৩০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ২৪ হাজার ৫৭৭ প্যাকেট পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫৭ বোতল এলএসডি, ০.৯৮০ কেজি আফিম, ৯ বোতল সাপের বিষ ও ৫৬৪ কেজি ৫০০ গ্রাম কারেন্ট জাল। এসবের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩২ লাখ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমজে