বরগুনা: শীতের শেষে বছরের প্রথম বৃষ্টি বরগুনার সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। কৃষক থেকে শুরু করে শহরের বাসিন্দা সবার মাঝেই এই বৃষ্টি নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে আকাশে কালো মেঘ জমে থাকলেও নামে বৃষ্টি সাড়ে ১০টার দিকে।
বরগুনায় শীত শেষে প্রথম বৃষ্টিতে চাষিদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা এই বৃষ্টিকে ফসলের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচনা করছেন, কারণ এসময়ের বৃষ্টি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের বৃদ্ধিতে সহায়তা করে। তবে বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে, যা বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য কিছুটা কষ্টদায়ক হতে পারে। শীতের শেষের দিকে এই প্রথম বৃষ্টি মানুষের জীবনে নতুন উদ্দীপনা ও আনন্দের বার্তা নিয়ে আসে, যা সব শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটায়।
বরগুনা পৌর শহরের বাসিন্দা এমদাদুল হোসাইন বাংলানিউজকে বলেন, আজকে বৃষ্টি দেখে মনে হচ্ছে অনেকদিন বৃষ্টি দেখি না। এক ফোঁটা বৃষ্টি গায়ে পড়ায় মনটা আনন্দে ভরে গেল। এটা অন্যরকম একটা অনুভূতি। বৃষ্টি আমার ভালো লাগে সব সময়।
বরগুনা সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের বাসিন্দা রুহুল বাংলানিউজকে বলেন, বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের ফসল পুড়ে যাচ্ছে। আজ সকালের বৃষ্টিতে মুগ ডাল, বাদাম, তরমুজ, মরিচ, সূর্যমুখী, মিষ্টি আলুসহ সব ফসলের ব্যাপক উপকার হবে। এ সময় বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরএ