ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পবিত্র রমজানে মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতাদের প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
পবিত্র রমজানে মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতাদের প্রচারণা পণ্যমূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে প্রচারণা চালিয়েছেন ব্যবসায়ী নেতারা

ঝিনাইদহ: পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি না করা, অতিমুনাফার মানসিকতা পরিহারসহ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সচেতনতা তৈরিতে ঝিনাইদহে প্রচারণা চালিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় তারা প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সকালে শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, কাঁচা বাজার, আরাপপুর, হামদহসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।  

এছাড়াও মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নেতারা।  

এ আহ্বান না মেনে অপরাধ করার কারণে কারও বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত যদি কোন আইনগত ব্যবস্থা নেয় তাহলে ব্যবসায়ী সংগঠন তার দায়ভার নেবে না বলে প্রচারণাকালে হুশিয়ারি প্রদান করা হয়।

কর্মসূচিতে ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক এবং সাধারণ সম্পাদক সুশীল সরকার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।