চুয়াডাঙ্গা: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে তিন ভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঁকা, মাধবপুর ও নারায়নপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
এর মধ্যে হিরো ব্রিকসকে দুই লাখ টাকা, অনিক ব্রিকসকে দুই লাখ টাকা ও এমএআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক তিনটি ভাটাকে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ ইট তৈরিতে নির্দেশনা দেয়া হয়েছে।
মমতাজ বেগম আরও বলেন, ভাটাগুলো অবৈধ ছিল। সেখানে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেয়ার সিদ্ধান্ত ইটভাটা মালিক সমিতিকে জানালে তারা আজ শনিবার (০১ মার্চ) থেকে ইট কাটা বন্ধ করে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ইট গোছানোর জন্য সময় নিয়েছেন, সেজন্য তাদের সময় দেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক নাইম হোসেন।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ০১ মার্চ ২০২৫
এসএইচ