ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর পৌর শহরের বিছকিনি এলাকায় কাভার্ড ভ্যান ও ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।  

সোমবার (৩ মার্চ) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সোনাকানি আন্দল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার রহমান সায়েম (১৬)‌। সে বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অপরজন একই উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ইজিবাইকচালক নুর জামান (৩৫)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোচিং শেষ করে নুর আলমের ইজিবাইকে করে বাসায় ফিরছিল ইফতেখার। পথিমধ্যে বিরামপুর পৌর শহরের বিছকিনি এলাকায় পৌঁছালে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইফতেখারের মৃত্যু হয়। নুর জামানকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ইজিবাইক উদ্ধার করে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ আলী জানান, নিহত সায়েম ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুর জামানের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।