ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ভাষানটেকের বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ভাষানটেকের বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে সকাল ১১টা ১৩ মিনিটে এ বস্তির আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস প্রথম ইউনিট। পরে বাকি ইউনিট যোগ দেয় আগুন নেভাতে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় ভাষানটেক এলাকার বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর আগে সকাল ১১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ১৩ মিনিটে ও মিরপুর, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।