ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

সৌদি আরব গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
সৌদি আরব গেলেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ঢাকা: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তিনি সৌদির উদ্দেশে ঢাকা ছাড়েন।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রিপর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ওআইসি।  সংস্থাটির মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেদ্দায় ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।