মাগুরা: মাগুরায় বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে শনিবার (০৮ মার্চ) সকালে কর্মবিরতি পালিত হ্েছ।
এ সময় মাগুরা সদর হাসপাতালের তৃতীয়তলায় এ কর্মবিরতি পালন করা হয়।
মাগুরা গাইনি ওয়াডের বিশেষজ্ঞ ডাক্তার রাকিবা সুলতানা বলেন, সারা দেশের মত মাগুরায়ও বিশেষজ্ঞ ডাক্তাররা কর্মসূচিতে অংশ নিয়েছেন। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসককে দ্রুত পদোন্নাতি দেওয়ার দাবি জানান তিনি।
পাশাপাশি গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করারও দাবি জানান চিকিৎসকেরা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৮ মার্চ ২০২৫
এসএইচ