ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন

ডিস্ট্রিক্ট করেসপনেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
মাগুরায় চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন মাগুরায় চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন

মাগুরা: মাগুরায় বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে শনিবার (০৮ মার্চ) সকালে কর্মবিরতি পালিত হ্েছ।

এ সময় মাগুরা সদর হাসপাতালের তৃতীয়তলায় এ কর্মবিরতি পালন করা হয়।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ন্যায্য প্রমোশনসহ সব বৈষম্য নিরসনের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

মাগুরা গাইনি ওয়াডের বিশেষজ্ঞ ডাক্তার রাকিবা সুলতানা বলেন, সারা দেশের মত মাগুরায়ও বিশেষজ্ঞ ডাক্তাররা কর্মসূচিতে অংশ নিয়েছেন। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসককে দ্রুত পদোন্নাতি দেওয়ার দাবি জানান তিনি।

পাশাপাশি গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করারও দাবি জানান চিকিৎসকেরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৮ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।