ঢাকা: ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের চোখ উপড়ে ফেলা ও তাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
গ্রেপ্তাররা হলেন- শওকত (৩৮) ও তার সহযোগী মুনছুর (৪৬)।
শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে র্যাব-৪ আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে শওকত ও মুনছুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ২১ ফেব্রুয়ারি দুপুরে ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের হোম টাউনের (গ্রিন সিটি) ভেতরে বাবুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার তাদের বসতবাড়ির পশ্চিম পাশে সামান্য দূরে সরিষা মাড়াই করছিলেন। সে সময়ে শওকত ও মুনছুরসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ছুরি, চাপাতি, ছ্যান, সুইচ গিয়ারসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাবুলের ওপর হামলা করে। তার চোখ উপড়ে ফেলে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপায়। বাবুলের স্ত্রী ইয়াসমিন ও ভাবী তাকে রক্ষার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয়। আশপাশের লোকজনদের এগিয়ে আসতে চাইলেও তাদের বাধা দেয় অভিযুক্তরা।
পরে বাবুলের ভাতিজা মোমিন হাসান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এসসি/এমজে