ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেতে পড়েছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মার্চ ১৫, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেতে পড়েছিল নারীর মরদেহ প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে তামাকের একটি ক্ষেত থেকে সন্দশী বালা দাসী (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৫ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সন্দশী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী।

পাতা কুড়াতে গিয়ে বিকেল থেকে নিখোঁজ ছিলেন এ নারী। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।  

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যান সন্দশী বালা দাসী। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে তামাক ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় কৃষকরা।  

তিনি জানান, ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যাকাণ্ডটি হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ