ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদাপাড়া গ্রামে আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। এতে এসব ঘরের বাসিন্দাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে।
সোমবার (১৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গ্রামের ইবাদত হোসেনের বাড়িতে আগুন লেগে আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আট পরিবারের আটটি বসতঘর।
সেই সঙ্গে পুড়ে যায় টিনের ঘরগুলোর মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ঘরের কাপড়সহ মূল্যবান জিনিসপত্র। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআই