নাটোরের বড়াইগ্রামে পূর্ব বিরোধের জের ধরে মাওলানা আজিজুর রহমান (৫৬) নামে মসজিদের এক ইমামকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবা ও দুই ছেলেকে আটক করে শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামে ইমামকে বেধড়ক মারপিটের ঘটনা ঘটে। মাওলানা আজিজুর রহমান বোর্ণি গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের পেশ ইমাম।
আটকরা হলেন- বোর্ণি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৫), তার বড় ছেলে ইউসুফ আলী (৩০) ও ছোট ছেলে সাব্বির হোসেন (২০)।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজিজুর রহমান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ইসমাইল ও তার ছেলেরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করেন। এসময় বাড়ির নারীরা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করেন তারা। পরে মারধরের এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যান তারা। স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসআরএস