ঢাকা, সোমবার, ৯ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

জাতীয়

শাহপরীর দ্বীপের রোহিঙ্গাদের উদ্ধার করতে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
শাহপরীর দ্বীপের রোহিঙ্গাদের উদ্ধার করতে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

ঢাকা: টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে ডুবে যাওয়া রোহিঙ্গা বোঝাই একটি নৌকা উদ্ধার করতে গিয়ে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। ওই নৌকাটি থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২২ মার্চ) রাতে বিজিবি এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুইদিন হয় ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা হলো- শনিবার (২২ মার্চ) ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।

পরে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধার/সার্চ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
টি আর/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।