ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

আদালতে যাওয়ার পথে আইনজীবীর সহকারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, মার্চ ২৩, ২০২৫
আদালতে যাওয়ার পথে আইনজীবীর সহকারীর মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর সহকারী আনিছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নলেরচর তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনিছের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর জেলা আদালতের আইনজীবীর সহকারী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিছ সকাল সাড়ে ৮টা দিকে আদালতের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মেলান্দহ অটোরিকশা করে জামালপুর শহরের দিকে যাওয়ার পথে নলেরচর তালতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আনিছের মাথায় আঘাত লাগে। তীব্র রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।