ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

বিজিএমইএ ভবন অবরুদ্ধ করেছেন শ্রমিকেরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
বিজিএমইএ ভবন অবরুদ্ধ করেছেন শ্রমিকেরা

ঢাকা: বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা। এতে তৈরি পোশাক মালিকদের সংগঠনটির অনেক কর্মকর্তা এদিন ভবনটিতে প্রবেশ করতে পারেননি।

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিজিএমইএ ভবনের প্রধান ফটক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। তারা কর্মকর্তাদের ভেতরে প্রবেশ করতে দেননি। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময়েও শ্রমিকেরা ভবনটির সামনে রয়েছেন।

জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণে ভালুকার রোর ফ্যাশন লিমিটেড গত জানুয়ারিতে লে-অফ ঘোষণা করা হয়। শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭০ লাখ টাকা পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন এবং লে-অফ ক্ষতিপূরণ এখনো বকেয়া। কারখানাটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে, যেখানে বর্তমানে এক হাজার ৩৭৬ জন শ্রমিক কাজ করেন।

ক্ষতিপূরণের দাবিতে রোববার বিজিএমইএর ভবনের সামনে অবস্থান নেন রোর ফ্যাশনের প্রায় ২০০ শ্রমিক। রাতে তারা সেখানেই ছিলেন। পরে পুলিশের সহায়তায় বিজিএমইএর কর্মকর্তারা বের হন। এরপর সোমবার সকাল থেকে ভবনটি অবরুদ্ধ করেন শ্রমিকেরা।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান রাতে বাংলানিউজকে বলেন, শ্রমিকেরা গত দুইদিন ধরে আন্দোলন করছেন। তারা এখনো বিজিএমইএ ভবনের সামনে আছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।