মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে এলে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন বাস যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন দায়িত্বরত চিকিৎসক। এছাড়া বেতাগি উপজেলার মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
অন্যান্য আহতরা হলেন-বরগুনার বেতাগি উপজেলার আছাদের মেয়ে পপি, একই উপজেলার চাঁদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, 'মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়। তবে এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
আরএ