ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধার ফুলে শোভিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
শ্রদ্ধার ফুলে শোভিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

সিলেট: আজ বাঙালির গৌরবের দিন। ৫৫ বছরে পা দিল স্বাধীন বাংলাদেশ।

সারাদেশের ন্যায় বুধবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় সিলেটেও পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানায় সিলেটের মানুষ। পবিত্র মাহে রমজানের দিনে ফুলে ফুলে শোভিত হয় শহীদ বেদি।

ভোর ৬টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হয়। দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন সেই সব সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ফুল হাতে এসেছিলেন হাজারো মানুষ।

এদিন ভোরে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় কার্যক্রম।

এরপর পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, সিলেট জেলা প্রশাসক (ডিসি), জেলা পরিষদ প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক), সিলেট জেলা প্রেসক্লাবের নেতারা। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পর্ঘ অর্পণ, আলোচনা সভা, র‌্যালি।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ।

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। রাত ১২টা ১ মিনিটে অনেকে ফুল দিতে গিয়ে বাধার মুখে পড়েন। অনেক সংগঠন রাতে শহীদ বেদিতে ফুল দিতে গেলেও শহীদ মিনারের ফটক তালাবদ্ধ করে রাখা হয়। পুলিশ তাদের ফুল দিতে দেয়নি বলে অভিযোগ করেন অনেকে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।