ঢাকা, রবিবার, ১৫ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চলাচল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চলাচল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

নারায়ণগঞ্জ: ‌‘নিষেধাজ্ঞা অমান্য’ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ ঘুরে যানজট দেখা গেছে।

জানা যায়, মহাসড়ক দিয়ে ডিএমপিতে ঈদুল ফিতরকে ঘিরে যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সব ট্রাক প্রবেশের চেষ্টা করেন চালকরা। এতে ডিএমপির ট্রাফিক বিভাগ বাধা দেয়। এতে করে মাতুয়াইলে ডিএমপির তল্লাশি চৌকিতে ট্রাকগুলো ঘুরিয়ে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) আবু নাঈম জানান, ইতোমধ্যে যানজট মদনপুর এলাকায় গেলে আমরা ডিএমপিতে উচ্চপর্যায়ে যোগাযোগ করি। তারা সেখানে ব্যবস্থা নিচ্ছেন। দ্রুততম সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে। ইতোমধ্যে ধীরগতিতে গাড়ি চলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।