ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে উন্মুক্ত যুদ্ধজাহাজ দেখে খুশি দর্শনার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
বাগেরহাটে উন্মুক্ত যুদ্ধজাহাজ দেখে খুশি দর্শনার্থীরা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  

বুধবার (২৬ মার্চ) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ এলাকায় কোস্টগার্ডের ঘাটে জাহাজটি উন্মুক্ত রাখা হয়।

বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন জাহাজ দেখতে। তারা জাহাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখেন। যুদ্ধ জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকরা।  

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল দেওয়া, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরেছে সাধারণ মানুষ। উন্মুক্ত যুদ্ধ জাহাজ দেখে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন তারা।

রুহুল আহমেদ নামে এক দর্শনার্থী বলেন, ‘আসলে যুদ্ধ জাহাজের প্রতি সবার আকর্ষণ থাকে। এবার জাহাজে উঠে দেখলাম। জাহাজে কোস্টগার্ডের কর্মকর্তারা আমাদের জাহাজ সম্পর্কে অনেক কিছু বলেছেন। জাহাজ সম্পর্কে আমরা অজানা অনেক কিছু জানতে পেরেছি। শুধু কয়েক ঘণ্টার জন্য না রেখে যদি দিনব্যাপী রাখা হয় তবে আরও অনেক বেশি মানুষ জাহাজের সৌন্দর্য উপভোগ করতে পারবে।  

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা দেশের বিভিন্ন স্থানে ছয়টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রেখেছিলাম। জনসাধারণ জাহাজগুলো দেখেছেন। তারা খুশিও হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।