ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে।  

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।

 

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।  

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে কালিয়াকৈরগামী একটি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা ৫জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় চার জন আহত হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।