ফরিদপুর: ফরিদপুরে সদরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলায় চাঁদপুর গ্রামবাসী দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলার সময়ে নজরুল বেপারীর ছেলে বাদশার সাথে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাগ-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা দুইজনকে শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়। এরই জের ধরে এদিন বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে পরিদর্শন করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখানো কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এএটি