মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ইউনুস সরদার (৪৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এসময় পিটিয়ে আহত করা হয়েছে তার স্ত্রীকেও।
স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুস সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) ভোরে একদল দুর্বৃত্ত জানালা ভেঙে ইউনুসের ঘরে ঢুকে সব তছনছ করে। এরপর কুপিয়ে ইউনুসের হাত বিচ্ছিন্ন করা হয়। এসময় ঠেকাতে গেলে পিটিয়ে আহত করা হয় তার স্ত্রীকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
কালকিনির সিডিখান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। পূর্ব শত্রুতার জেরে এ হামলার হয়ে থাকতে পারে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এসআই