ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
পঞ্চগড়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

পঞ্চগড়: সারা দেশের মতো পঞ্চগড়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।  

সড়কের অবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশকে নিয়ে যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে যৌথবাহিনী ট্রাক, বাস ও প্রাইভেটকারে তল্লাশি চালায়।  

জানা গেছে, ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাজপত্র না থাকায় ও মেয়াদ শেষ হওয়ায় বিভিন্ন যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) তন্ময় ধর জানান, ঈদের দিন থেকে আমাদের অভিযান চলছে। ঈদের নামাজের পর থেকে আজ পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।