ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া।
শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক হয়।
এর আগে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় এক বৈঠকে অংশ নেন।
এদিন সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া বিমসটেক মহাসচিব ইন্দ্রা মণি পান্ডের সঙ্গেও তিনি বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
আরএইচ